আফসার আমেদ [ Afsar Ahmed - A Short Look ] Sahitya Akademi Award Winner



আফসার আমেদ


সাহিত্যিক আফসার আমেদ বর্তমান সময়ের একজন উল্লেখযোগ্য কথাকার, লেখেন সাধারন অন্ত্যজ মানুষদের নিয়ে। সম্প্রতি তিনি সাহিত্য অকাদেমি পুরস্কারে সম্মানিত হয়েছেন।



সংক্ষিপ্ত জীবনপঞ্জি

জন্ম          : ৫ এপ্রিল ১৯৫৯ খ্রি.
মৃত্যু           : ৪ আগস্ট ২০১৮ খ্রি. 

পিতা         : খলিলুর রহমান
মাতা         : আরফা বেগম
স্ত্রী            : নাসিমা বেগম
সন্তান        : পুত্র শতাব্দ আহমেদ, কন্যা কুসুম হিয়া
জন্মস্থান      : কড়িয়া, বাগনান, হাওড়া
শিক্ষাগত যোগ্যতা  : কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর
কর্মস্থান      : পশ্চিমবঙ্গ বাংলা অকাদেমি
ফেলোশিপ   : ১৯৯৫ সনে ভারত সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের সাংস্কৃতিক শাখা থেকে ফেলোশিপ দেওয়া হয়, একটি লেখার জন্য। ২০০৩ সালে উপন্যাসটি প্রকাশিত হয় ‘মেটিয়াবুরুজে কিস্‌সা’।

    ।। প্রকাশিত গ্রন্থ ।।

উপন্যাস :

  • ঘর গেরস্তি
  •  বসবাস
  • সানু আলির নিজের জমি (১৯৮৯)
  • আত্মপরিচয় (১৯৯০)
  • স্বপ্নসম্ভাষ (১৯৯১)
  • খণ্ডবিখণ্ড
  • অন্তঃপুর (১৯৯৩)
  • ধানজ্যোৎস্না (১৯৯৩)
  • সঙ্গ নিঃসঙ্গ (১৯৯৪)
  • ব্যথা খুঁজে আনা (১৯৯৪)
  •  বিবির মিথ্যা তালাক ও তালাকের বিবি এবং হলুদ পাখির কিস্‌সা (১৯৯৫)
  •  কালো বোরখার বিবি ও কুসুমের গন্ধ এবং চল্লিশজন লোক (১৯৯৬)
  • দ্বিতীয় বিবি (১৯৯৭)
  • এক আশ্চর্য বশীকরণ কিস্‌সা (১৯৯৮)
  • অলৌকিক দিনরাত (১৯৯৯)
  • খোঁজ (২০০১)
  • অশ্রুমঙ্গল (২০০২)
  • মেটিয়াবুরুজে কিস্‌সা (২০০৩)
  •  প্রেমপত্র (২০০৪)
  • হত্যার প্রমাদ জানি (২০০৫)
  •  প্রেমিকা নেই? (২০০৬)
  • একটি মেয়ে
  • সেই নিখোঁজ মানুষটা (২০১১)
  • এক ঘোড়সওয়ার কিস্‌সা
  •  জীবন জুড়ে প্রহর
  • ছায়ারূপ টকিজ
  • হিরে ভিখারিনি ও সুন্দরী রমণী কিস্‌সা
  • বাঁচার খোঁজে (২০১৮ বইমেলা)

    গল্পগ্রন্থ :

  • আফসার আমেদের ছোটগল্প (১৯৮৯)
  •  প্রেমে অপ্রেমে একটি বছর (১৯৯৩)
  •  শ্রেষ্ঠগল্প (১৯৯৯) [ দে’জ পাবলিশিং ]
  • সেরা পঞ্চাশটি গল্প [ দে’জ পাবলিশিং ]


অনুবাদ গ্রন্থ :

  • ·        আশ্রয় [সিন্ধি উপন্যাস — [ লেখক হরি মেটোয়ানি, ১৯৯৬ ]
  • ·        সাড়ে তিন হাতভূমি [ উর্দু উপন্যাস – লেখক আব্দুস সামাদ ]
·         
চলচ্চিত্রায়ন :
  • ধানজ্যোৎস্না (১৯৯৩) অবলম্বনে চিত্র পরিচালক মৃণাল সেন ২০০২ সালে ‘আমার ভুবন’ নামে এক সিনেমা করেন।

।। পুরস্কার।।

  • 1.    সোপান পুরস্কার (১৯৯৩) [ ‘আত্মপরিচয়’ উপন্যাসের জন্য ]
  • 2.   নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন পুরস্কার (১৯৯৭)
  • 3.  বাংলা অকাদেমি সোমেন চন্দ স্মারক পুরস্কার (১৯৯৮)
  • 4.   ‘কথা’ পুরস্কার (১৯৯৯)
  • 5.   সাহিত্য অকাদেমি পুরস্কার (২০০০) [অনুবাদের জন্য]
  • 6.   মঞ্জুষ দাশগুপ্ত স্মারক পুরস্কার (২০০৪)
  • 7.   ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি বর্ষসেরা সাহিত্যিক (২০০৬)
  • 8.  ‘নতুন গতি’ পুরস্কার (২০০৭)
  • 9.   বঙ্কিম পুরস্কার (২০১০) [ ‘হিরে ভিখারিনি ও সুন্দরী রমণী কিস্‌সা’ উপন্যাসের জন্য ]
  • 10.    সাহিত্য অকাদেমি পুরস্কার (২০১৭) [ ‘সেই নিখোঁজ মানুষটা’ উপন্যাসের জন্য ]

সম্প্রতি (২০১৭) তাঁকে নিয়ে একটি পত্রিকা সংখ্যাও বেরিয়েছে



 

ঋণস্বীকার:  নতুন গতি পত্রিকা / আফসার আহমেদের ফেসবুক পেজ।

** ডাউনলোড


মন্তব্যসমূহ