বিশ্বজননী - অভিজিৎ চৌধুরী


প্রকাশক - সোপান (পশ্চিমবঙ্গ)
প্রকাশ - ২০১৮
মূল্য - ১৫০ টাকা (ভারতীয়)

'মাদার' বলতে মুহূর্তেই ভেসে ওঠে মাদার টেরিজার নাম। 'বিশ্বজননী' উপন্যাসের কাহিনিও এই মাদার টেরিজাকে নিয়েই আবর্তিত।  তথ্যের সঙ্গে আছে কল্পিত আখ্যান, আর সেখানেই আসে  এক প্রতিস্পর্ধী চরিত্র, যিনি মাদারকে ঘিরে যে বিতর্ক একসময় ছিল, তাকে গুরুত্ব দেন, অসূয়া বোধ করেন মাদারের নোবেলপ্রাপ্তিতে।





মন্তব্যসমূহ