পরশমণি (উপন্যাস) - বিকাশকান্তি মিদ্যা


পরশমণি 
বিকাশকান্তি মিদ্যা (পরিচিতি দেখুন)
প্রকাশ - সেপ্টেম্বর ২০১৮
প্রকাশক - অভিযান পাবলিশার্স
মূল্য - ১৫০ টাকা (ভারতীয়)


একজন মানুষ তার শরীরের যাবতীয় অংশ মাতৃগর্ভেই পেয়ে যায় এবং মৃত্যুর সঙ্গে সঙ্গে সে অংশগুলো পঞ্চভূতে অর্থাৎ ক্ষিতি-অপ-তেজ-মরুৎ-ব্যোমে বিলীন হয়ে যায়। কিন্তু স্মৃতি মানুষকে সঞ্চয় করতে হয়। অনুভূতি জন্মায় মানুষের মনের গভীরে; মানুষের মৃত্যুর পর এই স্মৃতি এই অনুভূতি আরো অনেক কিছু.......  এগুলো কোথায় যায় ?



এই ভাবনা নিয়ে অধ্যাপক বিকাশকান্তি মিদ্যার নতুন আখ্যান 'পরশমণি'। পরশমণি এক গ্রামের নাম। পরশমণি এক স্বপ্নের নাম। পরশমণি এক কবির স্বপ্নের গ্রামের নাম।




মন্তব্যসমূহ